News71.com
 International
 28 May 16, 10:13 PM
 577           
 0
 28 May 16, 10:13 PM

ধর্ষণ ঠেকাতে পরিবহনে কাজ করবে প্যানিক বাটন.......

ধর্ষণ ঠেকাতে পরিবহনে কাজ করবে প্যানিক বাটন.......

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ধর্ষণ রোধে সব বাসে বসানো হচ্ছে ‘প্যানিক বাটন’। এ ছাড়াও বাসে থাকবে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ব্যবস্থা। ভারতের পরিবহনমন্ত্রী নিতিন গড়কারি সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন। এই বাটন গুলো বসানো হবে বাসের সামনের দরজার ওপর। এই প্যানিক বাটনে চাপ দিলে নিকটের পুলিশ স্টেশনে অ্যালার্ম বেজে উঠবে। আর সিসিটিভি ও জিপিএস সুবিধার সাহায্যে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনা দেখতে ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

নিতিন গড়কারি বলেছেন, ‘নারীদের নিরাপত্তার ব্যবস্থা করতে ও অপ্রীতকর ঘটনা এড়াতে আমরা সব গণপরিবহনে বাধ্যতামূলকভাবে “প্যানিক বাটন”, সিসিটিভি ক্যামেরা ও জিপিএস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, আগামী জুন মাসের ২ তারিখ থেকে ভারতের সব গণপরিবহনে এসব যন্ত্র বসানো হবে। ইতিমধ্যে রাজস্থানে ২০টি বাসে এই সিস্টেম চালু করা হয়েছে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির একটি চলন্ত বাসে নির্ভয়াকে (ছদ্মনাম) তাঁর পুরুষ বন্ধুর সামনেই ধর্ষণ করে। মারাত্মজখম আহতাবস্থায় চলন্ত বাস থেকে বন্ধুসহ তাঁকে ফেলে দেওয়া হয়। পুলিশের কাছে জবানবন্দি দিলেও ঘটনার কিছু দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সরকার দ্রুত প্রচলিত আইনে সংশোধন আনেন এবং তাদের কঠোর সাজার বন্দোবস্ত করে। জড়িত ছয়জনের একজন কারাগারে আত্মহত্যা করে। বাকিদের মধ্যে চারজনের ফাঁসির দণ্ড হয় এবং অন্যজন অপ্রাপ্তবয়স্ক বলে তার তিন বছরের সাজা হয়।

দিল্লীর ঘটনার পর নারী নিরাপত্তার দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে ভারত সরকার ঘোষণা করেন, ২০১৭ সালের মধ্যে সব মোবাইল ফোনে অবশ্যই বিল্ট ইন প্যানিক বাটন স্থাপন করতে হবে। ওই একটি বাটনে চাপ দিলেই প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন