News71.com
 International
 19 Aug 19, 01:35 PM
 204           
 0
 19 Aug 19, 01:35 PM

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ ॥ নিহত ৬

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ ॥ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন প্রদেশে একটি বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ছয়জন নিহত ও আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, রোববার আপার দির জেলায় একটি যাত্রিবাহী বাসের কাছে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।পুলিশের দেওয়া তথ্য মতে, আপার দির জেলায় স্থানীয় শান্তি কমিটির নেতার গাড়ীর কাছে বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের সময় একটি ডাবল কেবিন বাসে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং দুইজন হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত পাঁচজনকে ডিএইচকিউ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত পুরো এলাকায় সতর্ক অবস্থান নিয়ে আছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখনো কোন সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন