আন্তর্জাতিক ডেস্কঃ 'অপারেশন কনডর' এর মাধ্যমে বাম সমর্থিত দলের সদস্যদের গুম ও হত্যার অপরাধে ২০ বছর সাজা দেওয়া হল আর্জেন্টিনার সাবেক সামরিক শাসক রেইনালদো বিগননেকে। গতকাল শুক্রবার আর্জেন্টিনার একটি আদালত বিগননেসহ আরও ১৪ সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। বিগত তিন বছর ধরে এ বিচার প্রক্রিয়া চলছিল।
১৯৭০ সালে দেশ থেকে পালানো ভিন্নমতাবলম্বীদের খুঁজে বের করা ও হত্যা করতে ষড়যন্ত্র করেছিল আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে ও বলিভিয়ার সামরিক ও একনায়ক শাসকরা। বিশেষ করে, নতুন শত্রু মার্কসবাদী ভাবাদর্শ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করতে তারা জোট বাঁধে। এই ‘অপারেশন কনডর’ এর মাধ্যমে ৩০ হাজারেরও বেশি লোককে গুম-খুন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে অপারেশন কনডরে জড়িতদের বিচার শুরু হয়। গতকাল শুক্রবার বুয়েনস এয়ার্সের একটি আদালত আর্জেন্টিনার সর্বশেষ সামরিক শাসক বিগননকে ২০ বছরের কারাদণ্ড দেন। যাদের দণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে উরুগুয়ের সামরিক কর্মকর্তা কর্নেল ম্যানুয়েল করদিরো রয়েছেন। তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।