আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের চার দিনের চীন সফরের সবচেয়ে বড় সাফল্য এলো আজ। রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ দমন ইস্যুতে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিল চিন। গতকাল বৃহস্পতিবারই রাষ্ট্রপতি সম্প্রতি রাষ্ট্রসংঘে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার উদ্যোগে চিনের বাধা দেওয়ার প্রসঙ্গ তোলেন।
এরপরেই এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চানিং বলেছেন, সন্ত্রাস দমনে দু দেশ সহযোগিতা বাড়াবে। সন্ত্রাসবাদ দু দেশেরই শত্রু। আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার স্বার্থে রাষ্ট্রসংঘ, ব্রিকস সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাস দমনের জন্য আরও উদ্যোগী হবে ভারত-চিন।
ভারতের রাষ্ট্রপতির চিন সফরকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন হুয়া। তাঁর বক্তব্য, সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার জন্য বিশেষ আলোচনা হবে। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে যাতে এই বিরোধ কোনওভাবে বাধা না হয়ে ওঠে, তা দেখা হবে।
চিনা প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রপতিকে চিনের পুরনো বন্ধু বলে উল্লেখ করেছেন। তিনি দু দেশের নেতাদের মধ্যে কৌশগলগত যোগাযোগ বাড়ানোর মাধ্যমে রাজনৈতিক আস্থা গড়ে তোলার পক্ষে সওয়াল করেছেন। প্রণবের সঙ্গে বৈঠকে চিনের প্রিমিয়ার লি খ্যচিং বলেছেন, ভারত যেমন ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘ডিজিট্যাল ইন্ডিয়া’ প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে, চিনও তেমনই ‘মেড ইন চায়না ২০২৫’ এবং ‘ইন্টারনেট প্লাস’ প্রকল্প শুরু করেছে। দু দেশেরই লক্ষ্য এক।