News71.com
 International
 27 May 16, 11:09 PM
 635           
 0
 27 May 16, 11:09 PM

টোকিওতে কোরিয়ান বিমানে আগুন।।

টোকিওতে কোরিয়ান বিমানে আগুন।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে কোরিয়ান এয়ারের একটি বিমানের বাম পাশের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে ৩ শতাধিক আরোহী ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কর্মকর্তা বলছেন, ফ্লাইট ২৭০৮ হানেদা বিমানবন্দর থেকে আজ সকালে সিউলের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন লেগে যায়। আগুন লাগার পরপরই বিমান থেকে আরোহীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

কর্মকর্তারা বলছেন, বিমানটিতে ৩০২ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন। ঘটনার পরে বিমানের ওই ইঞ্জিনে ফোম স্প্রে করে আগুন নেভান ফায়ার সার্ভিসের সদস্যরা। ব্যস্ততম বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন