আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ওয়াশিংটন কাউন্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একজনের মৃত্যু হয়েছে। এবং নিখোঁজ রয়েছেন দুইজন। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানান। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার থেকে বন্যা-ঝড়ের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে একজনের মৃত্যু ও দুইজন নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, নিহত ওই ব্যক্তি স্থানীয় চ্যাপেল পাহাড়ে থাকতেন। সেখানে ঝড় ও প্লাবনে তার মৃত্যু হয়। এদিকে নিখোঁজের মধ্যে একজন রয়েছেন ২১ বছর বয়সী ড্যারেন মিচেল। এছাড়া জলে ডুবে আছে কাউন্টির একাধিক সড়ক। দুরূহ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।