News71.com
 International
 27 May 16, 06:52 PM
 627           
 0
 27 May 16, 06:52 PM

ফের লাভা বের হচ্ছে ইতালির আগ্নেয়গিরিতে ...

ফের লাভা বের হচ্ছে ইতালির আগ্নেয়গিরিতে ...

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও আগুনের লাভা বের হতে শুরু করেছে ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে। ১০হাজার ৯২৬ ফিট উঁচু পাহাড় থেকে উগড়ে বেরোচ্ছে লাল লাভা। আর ভয়ংকর সুন্দর এ দৃশ্য দেখতে নিরাপদ দূরত্বে এসে ভীড় করছেন পর্যটকেরা।

খ্রীষ্টপূর্ব ৪০০ বছর আগে থেকে জীবন্ত এই ক্যাটালান প্রদেশের আগ্নেয়গিরি। মাঝে মাঝে শুরু হয় এর তান্ডব। ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিটি বিশ্বের অন্যতম একটি আগ্নেয়গিরি। তাই যখন লাভা বের হতে শুরু করে তখন পর্যটকরা এখানে ভিড় জমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন