News71.com
 International
 26 May 16, 10:10 PM
 592           
 0
 26 May 16, 10:10 PM

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন বাড়ি ।।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন বাড়ি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজ থেকে বিদায় নেবেন ২০১৭ সালের শুরুতেই। কিন্তু হোয়াইট হাউজ ছেড়ে পরিবার নিয়ে কোথায় যাবেন ওবামা! আজ তিনি অবশ্য নিজেই জানিয়েছেন যে, হোয়াইট হাউজ ছাড়লেও আপাতত ওয়াশিংটন ছাড়ছেন না তিনি। কারণ তার মেয়ে সাশার স্কুল।

প্রেসিডেন্ট বলেন, মাঝপথে স্কুল পরিবর্তন করা খুবই কঠিন । যদিও হোয়াইট হাউজে থাকার মেয়াদ শেষ হবার পর বিদায়ী প্রেসিডেন্টের রাজধানীতেই অবস্থান করা খুবই বিরল ঘটনা। উড্রো উইলসন ছিলেন শেষ প্রেসিডেন্ট যিনি ১৯১৩ ও ১৯২১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে হোয়াইট হাউজ ছেড়ে রাজধানী ওয়াশিংটনে অবস্থান নিয়েছিলেন। বারাক ওবামা ওয়াশিংটনে থাকার জন্য কালোরামায় ৪৩ লাখ ডলার (৩৩ কোটি ৭৭ লাখ টাকা) ব্যয় করে একটি বাড়ি ইজারা নিয়েছেন। ৮ হাজার ২০০ বর্গফুটের ওই বাড়িতে আছে ৯টি শোয়ার ঘর, আলাদা প্রসাধন কক্ষ, ৮টি গোসলখানা, বিনোদনের জায়গা ও বাগান। ১৯২৮ সালে নির্মাণ করা এই বাড়িটির রান্নাঘরও ঝকমারি। ৬টি বার্নার স্টোভ আছে এতে। আছে গৃহপরিচারকদের জন্য আলাদা ঘর। এক প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সেক্রেটারি জো লকহার্টের কাছ থেকে ওই বাড়িটি ইজারা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন