News71.com
 International
 26 May 16, 12:43 PM
 531           
 0
 26 May 16, 12:43 PM

ভারতের মোদি সরকারকে ৬২ শতাংশ ভারতীয়র 'লাইক'।।

ভারতের মোদি সরকারকে ৬২ শতাংশ ভারতীয়র 'লাইক'।।

আন্তর্জাতিক ডেস্কঃ নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রতি ৬২ শতাংশ শহুরে ভারতীয় নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেছে। সেইসঙ্গে ৪৭ শতাংশ ভারতীয় মোদিকে প্রভাবশালী নেতা হিসেবে নিজেদের ইতিবাচক মত ব্যক্ত করেছেন। এক জরিপে এ তথ্য উঠে এসেছে ।

বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসস ভারতের ৮টি বড় শহরে জরিপটি চালায়। এতে ১৮ থেকে ৪৫ বছর ব্য়সী ১,৩৪৮ জন মানুষ অংশ নেন। তবে গত বছর পরিচালিত একই জরিপের চেয়ে এবার মোদির সরকারের প্রতি সন্তুষ্টির হার ৫ শতাংশ কমেছে। আজ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ২ বছর পূর্ণ হচ্ছে।

দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুর, হায়দারাবাদ, পুনে ও আহমেদাবাদ এই ৮টি শহরে জরিপটি চালানো হয়। জরিপে অংশগ্রহণকারীদের মোদির সরকারের সামগ্রিক পারফরম্যান্স, চীন ও পাকিস্তানসহ মোদির গৃহীত বৈশ্বিক নীতি বিষয়ে কয়েকটি প্রশ্ন করা হয়। তাদের দেওয়া মতামতের ভিত্তিতে মোদির সরকারের প্রতি সন্তুষ্টি বা অসন্তুষ্টির উক্ত তথ্য পাওয়া গেছে।

মোদির সরকারের সামগ্রিক পারফরম্যান্স কেমন এমন প্রশ্নে ১৭ শতাংশ অংশগ্রহণকারী একে 'বেশ ভালো' বলে মতামত দেন। আর ৪৫ শতাংশ 'কিছুটা ভালো' বলে মতামত দেন। 'ব্রান্ড মোদির' আজকের অবস্থান কেমন এমন এক প্রশ্নে ২৭ শতাংশ অংশগ্রহণকারী একে 'শক্তিশালী' বলে মত দিয়েছেন। তবে ৫১ শতাংশ অংশগ্রহণকারী ২০১৪ সালের চেয়ে তা দুর্বল বলে মত দেন। সেইসঙ্গে পাকিস্তান বিষয়ে মোদির সরকারের গৃহীত নীতিকে ৪০ শতাংশ 'বাস্তবমুখী', ৩৯ শতাংশ 'উৎসাহব্যঞ্জক' বলে মত দেন । এছাড়া চীন বিষয়ক এনডিএ সরকারের নীতিকে ৪২ শতাংশ 'বাস্তববাদী' ও ৩৫ শতাংশ 'উৎসাহব্যঞ্জক' বলে নিজেদের মতামত ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন