দিল্লী সংবাদদাতা : একে ভয়াবহ রোদ, তার ওপর মরুভূমির গরম। দুয়ে মিলে এমন পরিস্থিতি, যে মরুভূমিতেই যারা থাকতে স্বচ্ছন্দ, তারাও এই গরম সহ্য করতে পারছে না। রাজস্থানের একটি উট তো গরমে ক্ষেপে উঠে মেরেই ফেলেছে তার মালিককে। মৃতের নাম উর্জা রাম, বাড়ি বারমেরের মাংতা গ্রামে। ভোরবেলায় নিজের উটকে মাঠে বেঁধে দেন তিনি, ঠিক করেছিলেন, খানিক বাদে নিয়ে আসবেন। কিন্তু বাড়িতে আচমকা অনেক অতিথি এসে যাওয়ায় উর্জা ভুলে গিয়েছিলেন উটের কথা। যখন তাকে আনতে যান, ততক্ষণে উটের মাথায় রোদ্দুর আর রাগ দুটোই চড়ে গেছে। প্রচণ্ড রেগে মালিককে দেখা মাত্রই সে খুন করে ফেলে তাঁকে।
উর্জার এক প্রতিবেশী জানিয়েছেন. প্রথমে উট মালিকের সঙ্গে কয়েক পা এগিয়েছিল। হঠাৎই ঘুরে দাঁড়িয়ে দড়িতে হ্যাঁচকা টান মারে সে। টানের চোটে উর্জা রাম শূন্যে ছিটকে গিয়ে মাটিতে আছড়ে পড়েন। আর তখনই তাঁর সারা গায়ে উন্মাদের মত কামড়াতে শুরু করে উটটি। গলায় প্রচণ্ড কামড়ে উর্জার মৃত্যু হয়। প্রতিবেশীরা সামনেই ছিলেন কিন্তু ঘটনার আকস্মিকতায় কিছু করে উঠতে পারেননি।