আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান। দেশটির সীমানার মধ্যে মার্কিন বিমান হামলা চালানোর পর রাষ্ট্রদূত ডেভিড হ্যালেকে গত সোমবার তলব করা হয়। গত ২১ মে এই বিমান হামলা চালানো হয় যাতে আফগান তালেবান নেতা মোল্লা আক্তার মানসুর নিহত হন বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন।
এদিকে মানসুর বিদেশ সফরে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করতেন বলে জানা গেছে। তিনি পাকিস্তানি বিমানবন্দরও ব্যবহার করতেন।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি মার্কিন বিমান হামলার বিষয়ে রাষ্ট্রদূতের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তারিক ফাতেমি বলেছেন, এই বিমান হামলা পাকিস্তানি সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। তিনি আরও বলেছেন, তালেবানের সঙ্গে আফগান সরকারে শান্তি আলোচনায় এই বিমান হামলা ব্যাঘাত ঘটাতে পারে। এদিকে মানসুর নিহত হয়েছেন কিনা এ বিষয়ে তদন্ত করছে একটি সংস্থা। সংস্থার এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মানসুর পাকিস্তানে মাঝে মাঝে আসতেন। তিনি বিদেশ সফরে দুটি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করতেন। গত ২১ মে কোয়েটা থেকে তাফটান আসার পথে তার গাড়ি মার্কিন ড্রোন হামলার শিকার হন। এতে তিনি এবং তার গাড়ি চালক নিহত হন বলে জানা যায়। পুড়ে যাওয়া গাড়ির কাছে পাসপোর্ট এবং কম্পিউটারে তৈরি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। যাতে মুহাম্মদ ওয়ালী নাম লেখা ছিল। ধারণা করা হচ্ছে তিনি বিদেশ সফরের জন্য ভুয়া কাগজপত্র ব্যবহার করতেন।