আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মথুরায় প্রচন্ড ধূলিঝড়ে অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে পড়া ছাড়াও আমফল, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার রাত থেকে এই ঝড় শুরু হয়ে টানা মঙ্গলবার পর্যন্ত গড়ায় বলে জানা গেছে।
মিরুত জেলায় একটি বিলবোর্ড খুঁটিসহ উপড়ে এক ব্যক্তির উপর এসে পড়লে তিনি মৃত্যুবরণ করেন। সামভাল জেলার দাবোই খুরাদ গ্রামে দেয়াল ধসে এক মেয়েশিশু মারা গেছে। এছাড়াও দেয়াল ধসে হারদোই ও উন্নাও জেলাতেও মৃত্যুর ঘটনা ঘটেছে। কানপুরের প্রত্যন্ত অঞ্চলে ধূলিঝড়ের কারণে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
আগ্রার বিশ্বখ্যাত তাজমহলে বিশাল একটি গাছ উপড়ে গেছে বলেও খবর পাওয়া গেছে। প্রচন্ড এই ধুলিঝড়ের কারণে রাজ্যটির অনেক জায়গায় ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। রাজ্যজুড়ে মৌসুমী ফল আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।