News71.com
 International
 24 May 16, 02:03 PM
 593           
 0
 24 May 16, 02:03 PM

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়..

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়..

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন বলে জানিয়েছে তার আইনজীবী। গতবছর বিরোধী দলের এই নেতাকে বিতর্কিতভাবে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল স্থানীয় আদালত। এরপর তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান।

গতকাল সোমবার নাশিদের আইনজীবী হাসান লতিফ জানান, যুক্তরাজ্য নাশিদকে রাজনৈতিক আশ্রয় দেবে। তবে বিট্রিশ সরকারের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায় নি। উল্লেখ্য, ২০০৮ সালে মোহাম্মদ নাশিদ মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনিই দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন