আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় শিশুসহ এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানী হয়েছে। এছাড়া অনেক মানুষ পানি বন্দী হয়ে ঘরবাড়ি ছাড়া হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার (২৪মে) দ্বীপটির পুলিশের মুখপাত্র ইউশ্রী ইউনূস এ তথ্য জানান।
তিনি বলেন, গত রোববার দিনগত রাতে দ্বীপটির সুকামুক্তি গ্রামে বন্যার আঘাতে ১৬টি বসতবাড়ি ভেসে গেছে। এখন পর্যন্ত প্রায় ৪০০ জন বন্যাকবলিত মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির পুলিশ, সামরিক বাহিনী, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা।