আন্তর্জাতিক ডেস্ক : হিমালয় পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করে তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০ জন অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া, শিখরের কাছাকাছি ‘ডেথ জোন’ নামে পরিচিত এলাকা থেকে দুই ভারতীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছে।
পর্বতারোহীদের মৃত্যু এবং অসুস্থতা ফ্রস্টবাইট এবং উচ্চতাজনিত কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সব প্রতিবন্ধকতা জয় করে শুক্রবার সপ্তমবারের মতো এভারেস্ট শৃঙ্গ জয় করে ফিরে আসেন সবচেয়ে সফল এক নারী আরোহী।
২০১৪ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে এভারেস্টে বড় ধরনের তুষার ধসের পর সেখানে দুইবছর পর্বত আরোহণ বন্ধ ছিল। এবারই প্রথম আবার সেখানে পর্বত আরোহণ মৌসুম শুরু হয়। আবহাওয়া ভাল থাকায় বিপুল সংখ্যক পর্বতারোহী এভারেস্টে আরোহণ শুরু করে। নেপালের দিক থেকে ১১ মে পর্যন্ত প্রায় চারশ’ পর্বতারোহী চূড়ায় পৌঁছান বলে খবর পাওয়া গেছে।
কিন্তু গত দুইদিন ধরে পর্বতারোহীদের নিহত ও নিখোঁজ হওয়ার খবর বিশ্ব জুড়ে গণমাধ্যমগুলোতে আলোচিত হচ্ছে। সোমবার ভোররাতে সর্বশেষ মারা যান ভারতীয় পর্বতারোহী সুভাষ পাল।
শুক্রবার চূড়ায় পৌঁছানোর পর মারা যান হল্যান্ডের নাগরিক এরিক এরি আর্নল্ড। শনিবার মারা যান অস্ট্রেলিয়ার নারী পর্বতারোহী মারিয়া স্ট্রিডম। ভারতীয় পর্বতারোহী পরেশ নাথ ও গৌতম ঘোষ শনিবার নিখোঁজ হন।