News71.com
 International
 24 May 16, 01:09 PM
 591           
 0
 24 May 16, 01:09 PM

ভারতের কাশ্মিরে পুলিশের গুলিতে জইশ-ই-মোহাম্মদের কমান্ডারসহ দুই সন্ত্রাসবাদী নেতা নিহত.

ভারতের কাশ্মিরে পুলিশের গুলিতে জইশ-ই-মোহাম্মদের কমান্ডারসহ দুই সন্ত্রাসবাদী নেতা নিহত.

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মিরের রাজধানী শ্রীনগরে সন্ত্রাসী হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে হত্যার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের সঙ্গে গোলাগুলিতে বিদ্রোহী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের দুই সদস্য নিহত হয়েছেন।

সোমবার শ্রীনগরের সারাইবাল এলাকায় পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত এক বন্দুকযুদ্ধে তারা নিহত হন বলে পুলিশের বরাতে জানিয়েছে এনটিভি। কাশ্মির পুলিশের মহাপরিদর্শক জাভেদ গিলানি বলেন, “হ্যাঁ, সারাইবালে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের মধ্যে একজন সাইফুল্লাহ, সে কাশ্মির জইশের কমান্ডার।”

তিনি জানান, নিহত উভয় ‘সন্ত্রাসী’ পাকিস্তানি কিন্তু তারা গত সোমবার সকালে পুলিশ হত্যার সঙ্গে জড়িত ছিল না। জইশ ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির সুনির্দিষ্ট খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং সংক্ষিপ্ত ‘ক্রসফায়ারে’ তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার সকালে গোষ্ঠীটির সন্দেহভাজন সদস্যরা শ্রীনগরের জাদিবাল এলাকায় একটি চায়ের স্টলে চা পানরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুই কর্মকর্তা নিহত হন। মোটরসাইকেল যোগে আসা হামলাকারীরা গুলিবর্ষণ করেই পালিয়ে যায়।

তাদের গুলিতে পুলিশের সহকারী উপ পরিদর্শক গুলাম মোহাম্মদ ও হেড কনস্টেবল নাজির আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুজনেই নিরস্ত্র ছিলেন।

এর কিছুক্ষণ পর তেঙ্গপোড়া এলাকায় অরেকটি গুলিবর্ষণের ঘটনায় মোহাম্মদ সাদিক নামে আরেক পুলিশ সদস্য নিহত হন। হত্যার পর সাদিকে সঙ্গে থাকা একে-৪৭ রাইফেলটিও নিয়ে যায় হামলাকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন