News71.com
 International
 24 May 16, 12:15 PM
 614           
 0
 24 May 16, 12:15 PM

ফুটবল খেলতে ভারতে এসেছেন হলিউড সুপার স্টার জেমস বন্ড!!!

ফুটবল খেলতে ভারতে এসেছেন হলিউড সুপার স্টার জেমস বন্ড!!!

আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার (২৪ মে) ফুটবল খেলতে ভারতে হঠাৎ জেমস বন্ড! ব্রাজিলকে ফুটবলের তীর্থ বলা হয়। কিন্তু ভারত সেই তীর্থস্থান নয়। আবার ড্যানিয়েল ক্রেগও কোনো ফুটবলার নয়। অথচ, এই ক্রেগই ফুটবল খেলতে আসছেন ভারতে। অবশ্যই চ্যারিটি ম্যাচ খেলতে। সেটাও আগামী মাসে।

আসন্ন জুন মাসের ১১ তারিখে দিল্লিতে বলিউডের তারকা এবং রাজনীতিবিদদের নিয়ে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা। সেখানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ। পাশাপাশি, গোলের নেশায় মাঠেও নামবেন।

তাছাড়া, বলিউডের টিমে থাকবেন রণবীর কাপুর, অভিষেক বচ্চন, অর্জুন কাপুর, সিদ্ধার্থ মলহোত্রা, ডিনো মারিয়া, আদিত্য রায় কাপুর। রাজনীতিকদের মধ্যে বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারির। ওই দিন মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন