News71.com
 International
 24 May 16, 12:08 PM
 591           
 0
 24 May 16, 12:08 PM

সিরিয়ায় আইএসের হামলায় ১২০ জন নিহত.....

সিরিয়ায় আইএসের হামলায় ১২০ জন নিহত.....

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিয়ন্ত্রণে থাকা লাটাকিয়া প্রদেশের বিভিন্ন এলাকায় ইসলামিক স্টেট (আইএস) বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন প্রায় ১২০ জন। তাছাড়া আহত হয়েছে আরো অনেক মানুষ ।

সিরিয়ার লাটাকিয়া প্রদেশের উপকূলীয় শহর তারতুস ও জাবলেহর কয়েকটি বাস স্টেশন, হাসপাতাল ও অন্য জায়গায় কারবোমা ও আত্মঘাতী হামলা চালানো হয়। এতে এই হতাহতের ঘটনাটি ঘটে।পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে গতকাল এ তথ্য প্রকাশ করেছে ।তবে সিরিয়ার নিহতের সংখ্যা বলা হয়েছে ৭৮।লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল এসব হামলা বাশার সরকারের সার্বভৌম প্রতিরক্ষার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, জাবলেহ এলাকায় আইএসের এসব হামলায় নিহত হয়েছে ৭৩ জন এবং তারতুসে নিহত হয়েছে কমপক্ষে ৪৮ জন। তারতুসে অন্ততপক্ষে ৩টি এবং জাবলেহতে কমপক্ষে ৪টি বিস্ফোরণ হয়েছে। এদিকে আইএস তাদের এসব হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ।

উল্লেখ্য, এই প্রথম বারের মতো লাটাকিয়ায় সিরিজ হামলা করতে সক্ষম হলো জঙ্গিরা। লাটাকিয়ায় রাশিয়ার একটি নৌঘাঁটি আছে। জাবলেহর পাশেই রাশিয়ার ডেকের বিমানঘাঁটি রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন