News71.com
 International
 24 May 16, 12:04 PM
 621           
 0
 24 May 16, 12:04 PM

পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে কখনই সরবেনা পাকিস্তান

পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে কখনই সরবেনা পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে কখনই সরে আসবে না বলে ফের নতুন করে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।বোমা বানানোর কাজে ব্যবহৃত পরমাণু উপাদান তৈরি বন্ধ রাখার বিষয়ে আলোচনার মার্কিন দাবি নাকচ করে দিয়ে এমনটাই জানিয়েছে ইসলামাবাদ। পরমাণু কর্মসূচি বন্ধের মার্কিন চাপ দীর্ঘদিন ধরেই কৌশলে এড়িয়ে যাচ্ছে পাকিস্তান।

পরমাণু অস্ত্র তৈরির উপাদান উৎপাদন বন্ধ সংক্রান্ত বিতর্কিত ফিসেল ম্যাটেরিয়েল কাট-অফ ট্রিটি বা এফএমসিটি চুক্তি করতে পাকিস্তানকে চাপ দিচ্ছে আমেরিকা। পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করা সম্ভব হলে ইসলামাবাদ পরমাণু অস্ত্র তৈরির উপাদান সংক্রান্ত কর্মসূচি বন্ধ করতে পারবে আমেরিকা ।

সাম্প্রতিক বৈঠকেও নিরাপত্তা, কৌশলগত স্থিতিশীলতা ও পরমাণু অস্ত্র বিস্তার সংক্রান্ত পাক-মার্কিন ওয়াকিং গ্রুপের বৈঠকেও এ নিয়ে চাপ দেয় মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করেন পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী এবং মার্কিন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজ গোটেনমোলার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন