News71.com
 International
 25 May 19, 07:52 PM
 186           
 0
 25 May 19, 07:52 PM

সৌদি ও আমিরাতের বিমানবন্দর বন্ধের ক্ষমতা রাখে ইয়েমেন॥আল বাখিতি

সৌদি ও আমিরাতের বিমানবন্দর বন্ধের ক্ষমতা রাখে ইয়েমেন॥আল বাখিতি


আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আল বাখিতি। আল বাখিতি বলেন, আবুধাবি বিমান বন্দরে বোমাবাহী ড্রোন হামলার মধ্যদিয়ে ইয়েমেনিদের সক্ষমতার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে আমিরাত সরকার ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে বলে তিনি জানান। ইয়েমেনে সৌদি আগ্রাসনের কারণে ইরান, সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে প্রতিরোধ শক্তি জোরদার হয়েছে। সম্প্রতি ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আবুধাবি বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে বোমাবাহী ইয়েমেনি ড্রোন বিমানবন্দরে আঘাত হানার পর সেখানে আগুন ধরে গেছে।


এই ভিডিও প্রকাশের পর আনসারুল্লাহর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিহ বলেছেন, ইয়েমেনে নতুনকরে যে কোনো হামলার জবাব হবে ভিন্ন মাত্রার। কারণ এখন ইয়েমেনিরা আগ্রাসীদের নতুন নতুন অবস্থানে হামলার সক্ষমতা অর্জন করেছে।২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বে প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চলছে। এ পর্যন্ত ১৬ হাজারের বেশি ইয়েমেনি তাদের হামলায় নিহত হয়েছে। আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ। শরণার্থী হয়েছেন লাখ লাখ ইয়েমেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন