আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার ইরান সফরকালে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের পর এ বন্দর তৈরির ঘোষণা দিয়েছেন । চুক্তি সইয়ের পর মোদী বলেন, “ছাবাহার বন্দর ও তৎসংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলা নিয়ে স্বাক্ষরিত এ দ্বিপক্ষীয় চুক্তি এবং এর জন্য ভারতের প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগ একটি গুরুত্বপূণূ মাইলফলক। বড় ধরনের এ প্রচেষ্টা এ অঞ্চলে অর্তনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে।”
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘‘ইরান ও ভারতের পারস্পরিক সহযোগিতার এক বড় প্রতীক হয়ে উঠবে ছাবাহার।”পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তের কাছে অবস্থিত ছাবাহার এলাকায় এটিই প্রথম বিদেশি বন্দর যেখানে ভারত বিনিয়োগ করছে।
বন্দরটি গড়ে উঠলে পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের পণ্য প্রবেশের ট্রানজিট রুট খুলে যাবে।
আফগানিস্তানের পুনর্গঠনে বিপুল সাহায্য করে আসছে ভারত। কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য পাকিস্তান তাদের ভূখণ্ড বা আকাশসীমা ভারতকে ব্যবহার করতে দেয় না। ইরানের ভেতর দিয়েই আফগানিস্তানে পণ্য পাঠাতে হয় ভারতকে।
একারণে দীর্ঘদিন ধরেই ভারতের চাওয়া ছিল পাকিস্তানের ভেতরের ভূখন্ড বা পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান পর্যন্ত একটি পথ বানানো। যে পথকে বাণিজ্যিকভাবে ব্যবহার করবে ভারত। তবে শুধু আফগানিস্তানই নয়, এপথে মধ্য এশিয়ার সঙ্গেও বাণিজ্য বাড়ানোর অভিপ্রায় ছিল ভারতের। ফলে ছাবাহার বন্দরের পাশাপাশি ভারতীয় উদ্যোগে সেখান থেকে ৫০০ কিলোমিটার রেললাইন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।