News71.com
 International
 24 May 16, 12:16 AM
 527           
 0
 24 May 16, 12:16 AM

ভারত-থাইল্যান্ড-মিয়ানমার ১৪শ’ কিমি মহাসড়ক নির্মাণের কাজ শুরু

ভারত-থাইল্যান্ড-মিয়ানমার ১৪শ’ কিমি মহাসড়ক নির্মাণের কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারত, থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্য দিয়ে ১৪শ' কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। এ সংযোগ সড়কের ফলে তিন দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদান আরও বাড়বে বলে মনে করেন থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ভগবৎ সিং বিষ্ণু।

তাছাড়া, এ মহাসড়কের মাধ্যমে ভারত দক্ষিণপূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত হবে। ফলে যোগাযোগ আরও উন্নত হবে।

সাত দশকের বেশি সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলকালে মিয়ানমারে নির্মিত ৭৩টি সেতু ভারতের অর্থায়নে সংস্কার করা হচ্ছে, যাতে করে মহাসড়কে নিরাপদে যান চলাচল করতে পারে।

এ ব্যাপারে ভগবৎ সিং বিষ্ণু বলেন, “যানবাহনের নিরাপদে মহাসড়ক অতিক্রমের জন্য সেতুগুলো সংস্কার করা হচ্ছে। ১৮ মাসের মধ্যে সেতুগুলোর সংস্কার কাজ শেষ হবে। তারপর তিন দেশের মধ্যে সড়ক পথে যান চলাচল শুরু হবে।”

সোমবার ‘ইকোনোমিক টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়, মহাসড়কটি শুরু হবে ভারতের পূর্বাঞ্চলের মোরেহ শহর থেকে, যাবে মিয়ানমারের তামু সিটি পর্যন্ত। মহাসড়কের শেষ মাথা হবে থাইল্যান্ডের তাক শহর । এ বিষয়ে আলোচনা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন