News71.com
 International
 23 May 16, 11:58 PM
 910           
 0
 23 May 16, 11:58 PM

শপথ নিয়েই তামিলনাডুতে মদ বিক্রি বন্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জয়ললিতা

শপথ নিয়েই তামিলনাডুতে মদ বিক্রি বন্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জয়ললিতা

আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল সোমবার শপথ নিয়েছেন জয়ারাম জয়ললিতা। একই সঙ্গে শপথ নিয়েছেন তার ২৬ জন মন্ত্রী, যাদের মধ্যে এর মধ্যে ১৩ জন নতুন মুখ। শপথ নিয়েই রাজ্যে মদ বেচাকেনা বন্ধের ঘোষণা দিয়েছেন জয়ললিতা।

চেন্নাইয়ের মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে জয়ললিতা ষষ্ঠবারের মত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন।

এদিকে শপথ নিয়েই নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা থেকে রাজনীতিক হওয়া জয়ললিতা। এই সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে সরকার চালিত ৫০০ মদের দোকান বন্ধ করা ও অন্য দোকানগুলো মাত্র দুই ঘন্টা খোলা রাখ, কৃষি ঋণ মওকুফ, সরকারি স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে নাস্তা সরবরাহ, নববিবাহীত নারীদের প্রত্যেককের জন্য ৮ গ্রাম স্বর্ণের গহণা প্রদান, যা আগে চার গ্রাম ছিল এবং বসতবাড়িতে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত বিনামূল্যে সরবরাহ।

তামিলনাড়–তে অসম্ভব জনপ্রিয় জয়ললিতা রাজ্যের লোকদের কাছে আম্মা হিসেবে পরিচিত। চলতি মাসে অনুষ্ঠিত বিধান সভা নির্বাচনে তার দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন