News71.com
 International
 23 May 16, 04:15 PM
 492           
 0
 23 May 16, 04:15 PM

গুরুত্বপূর্ন শহর ফালুজা পুনর্দখলে ইরাকের প্রধানমন্ত্রীর অভিযানের ঘোষণা ।।

গুরুত্বপূর্ন শহর ফালুজা পুনর্দখলে ইরাকের প্রধানমন্ত্রীর অভিযানের ঘোষণা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ইসলামিক স্টেট গ্রুপের কাছ থেকে ফালুজা পুনর্দখলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন।আজ এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামিক স্টেট গ্রুপের কাছ থেকে ‘ফালুজা নগরী উদ্ধারে আমরা সামরিক অভিযান শুরু করছি। সেখানকার মাটিতে আবারো ইরাকের পতাকা উত্তোলন করা হবে ।


জয়েন্ট অপারেশন কমান্ডের জারি করা এক বিবৃতিতে ফালুজার পুনঃনিয়ন্ত্রণ গ্রহণে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়া হয়েছে। বাগদাদের মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ফালুজা বর্তমানে আইএসের ঘাঁটি। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে নগরীটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।গতকাল ইরাকের সামরিক বাহিনী এখনো যারা ফালুজায় অবস্থান করছে তাদের এ নগরী ছেড়ে চলে যেতে বলেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন