News71.com
 International
 23 May 16, 04:09 PM
 491           
 0
 23 May 16, 04:09 PM

অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় ৮৫০ অভিবাসী আটক।।

অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় ৮৫০ অভিবাসী আটক।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপে যাওয়ার পথে ৭টি নৌকায় বহনকারী ৮৫০ অভিবাসীকে আটক করেছে লিবিয়ার কোস্টগার্ডের সদস্যরা। লিবিয়া কোস্টগার্ড জানায়, গতকাল রবিবার আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা ৮৫০ অভিবাসীকে লিবিয়ার রাজধানী ত্রিপলীর পূবাঞ্চলের সবরাথা থেকে আটক করা হয়। যারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃতদের মধ্যে ৭৯ জন নারী, যাদের ১১ জন আবারও গর্ভবতী।

উল্লেখ্য, চলতি বছর ৩০ হাজারেরও অধিক অভিবাসী লিবিয়া হয়ে ইউরোপের দেশ ইতালিতে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন