News71.com
 International
 23 May 16, 04:05 PM
 587           
 0
 23 May 16, 04:05 PM

স্বর্ণপাম পেল ব্রিটিশ পরিচালক লোশের আই ড্যানিয়েল ব্ল্যাক ।।

স্বর্ণপাম পেল ব্রিটিশ পরিচালক লোশের আই ড্যানিয়েল ব্ল্যাক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ এবারের কান চলচ্চিত্র উৎসবে 'স্বর্ণপাম' পেল ব্রিটিশ পরিচালক কেন লোশের ‘আই, ড্যানিয়েল ব্ল্যাক’। ফ্রান্সের কান শহরে গতকাল রাতে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে উৎসবের সর্বোচ্চ এ পুরস্কার ঘোষণা করা হয় ।

৭৯ বছর বয়সী পরিচালক কেন লোশ দ্বিতীয়বারের মতো সম্মানজনক এই পুরস্কার পেলেন। ২১টি চলচ্চিত্রকে পেছনে ফেলে তার নির্মিত আই ড্যানিয়েল ব্ল্যাক স্বর্ণপাম পুরস্কারের জন্য নির্বাচিত হয়।তার আগে ২০০৬ সালে তার নির্মিত ‘দ্য উইন্ড দ্যাট সেকস দ্য বার্লি’ কান উৎসবে 'স্বর্ণপাম' লাভ করে ।আই, ড্যানিয়েল ব্ল্যাক' নির্মিত হয়েছে একজন মাঝবয়সী বিপত্নীক ও ব্রিটেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন