News71.com
 International
 23 May 16, 02:06 PM
 512           
 0
 23 May 16, 02:06 PM

কৃষিক্ষেত্রে যৌথ সহযোগিতার জন্য ইরান-নিউজিল্যান্ড চুক্তি স্বাক্ষর।।

কৃষিক্ষেত্রে যৌথ সহযোগিতার জন্য ইরান-নিউজিল্যান্ড চুক্তি স্বাক্ষর।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান এবং নিউজিল্যান্ড কৃষি খাতে যৌথ সহযোগিতার জন্য একটি চুক্তি করেছে। ইরানের কৃষিমন্ত্রী মাহমুদ হোজ্জাতি এবং তেহরান সফররত নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মুরি ম্যাককালি এ চুক্তি সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে হোজ্জাতি বলেন, কৃষিক্ষেত্রে নিউজিল্যান্ডের বিশাল সক্ষমতা আছে এবং এ খাতে ইরানের সঙ্গে সহযোগিতা জোরদার করতে পারে দেশটি। মৎস্য ও পশু প্রজননসহ সংশ্লিষ্ট প্রযুক্তির ক্ষেত্রেও দেশ দু’টি সহযোগিতা করতে পারে বলে জানান তিনি।

ম্যাককালি বলেন, সহযোগিতা দলিলে দ্বিপক্ষীয় বিনিময়কে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে দুই দেশ অর্থনীতির অন্যান্য খাতেও বাণিজ্য বাড়াতে পারবে। দেশ দুটি বিশ্বের দু'টি আলাদা গোলার্ধে অবস্থিত এ কথা উল্লেখ করে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এতে ভিন্ন ভিন্ন বাজারে আলাদা আলাদা কৃষিপণ্য রফতানির লক্ষ্যমাত্রা গ্রহণ করতে পারবে দুই দেশ।

দুই দিনের আনুষ্ঠানিক সফরে গতকাল তেহরান পৌঁছান ম্যাককালি। তেহরান সফরকালে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য চুক্তি সই এবং শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন