News71.com
 International
 23 May 16, 02:04 PM
 472           
 0
 23 May 16, 02:04 PM

ইরানের কাছে বিমান বিক্রি না করতে হুশিয়ার করা হলো বিমান নির্মাতা ‘বোয়িং’ প্রতিষ্ঠানকে।।

ইরানের কাছে বিমান বিক্রি না করতে হুশিয়ার করা হলো বিমান নির্মাতা ‘বোয়িং’ প্রতিষ্ঠানকে।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কর্মকর্তাদের তলব করেছেন মার্কিন কংগ্রেস সদস্যরা এবং ইরানের কাছে বিমান বিক্রির বিরুদ্ধে তাদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বোয়িং-এর অন্যতম প্রধান দফতর ওয়াশিংটনে অবস্থিত এবং ওয়াশিংটন তিন কংগ্রেস সদস্য বোয়িং কোম্পানির শীর্ষ নির্বাহীদের তলব করেছিলেন।

বোয়িং কর্মকর্তারা গত মাসে তেহরান সফর করেন এবং প্রথমবার তেহরানের বিমান সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ইরানের বাজারে ঢোকার বিষয় আলাপ করেন। তারপরই তাদেরকে তলব করা হয়।

রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য ক্যাথি ম্যাকমোরিস রজার্স, ডেভ রেইচার্ট এবং ড্যান নিউহাউজ তাদের বক্তব্য জানিয়ে একটি চিঠি এয়ারবাস কোম্পানির প্রধানের কাছেও পাঠিয়েছেন। ইরানের কাছে বিমান বিক্রি করা হলে তা বিপজ্জনক নজির স্থাপন করবে বলে চিঠিতে দাবি করা হয়েছে।

ইউরোপ ও মার্কিন ব্যবসায়ীদের ইরানের সঙ্গে ব্যবসায় উৎসাহিত করার জন্য কাছে যখন পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়েছেন বলে খবর প্রকাশিত হচ্ছে তখন এ খবর প্রকাশিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন