News71.com
 International
 23 May 16, 02:02 PM
 579           
 0
 23 May 16, 02:02 PM

তামিলনাডুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জয়ললিতা; অভিনন্দন জানালেন মোদি।।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জয়ললিতা; অভিনন্দন জানালেন মোদি।।

আন্তর্জাতিক ডেস্কঃ ষষ্ঠ মেয়াদে তামিল নাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এআইএডিএমকে দলের মহাসচিব জয়ললিতা। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে শপথ পড়ান রাজ্যের গভর্নর কে. রোসাইয়া। সেইসঙ্গে তার সরকারের ২৮ জন মন্ত্রীও শপথ নিয়েছেন। মাদ্রাজ ইউনিভার্সিটির সেনটেনারি হলে এ শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিস জয়ললিতা ও তার সরকারের নতুন মন্ত্রিসভার ২৮ সদস্যদেরকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

জয়ললিতার নতুন মন্ত্রিসভায় তিনিসহ চারজন নারী আছেন। মন্ত্রীদের মধ্যে দুজন প্রফেশনাল চিকিৎসক, তিনজন আইনজীবী ও ছয়জন স্নাতকোত্তর ডিগ্রিধারী রয়েছেন। তীব্র করতালির মধ্যে গভর্নর রোসাইয়া প্রথমে জয়ললিতাকে শপথ পড়ার। পরে মন্ত্রিসভার নতুন সদস্যদেরকে একত্রে শপথবাক্য পাঠ করান।

এদিকে, শপথগ্রহণের পরপরই জয়ললিতা রাজ্য সচিবালয়ে পৌঁছান ও মুখ্যমন্ত্রীর অফিসে বসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন