News71.com
 International
 23 May 16, 01:47 PM
 567           
 0
 23 May 16, 01:47 PM

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির আকস্মিক অগ্ন্যুৎপাতে নিহত ৭

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির আকস্মিক অগ্ন্যুৎপাতে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের একটি দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ৭জনের প্রাণহানি ঘটেছে। গত শনিবার দেশটির সুমাত্রা দ্বীপে মাউন্ট সিনাবুং আগ্নেয়গিরিতে ওই অগ্ন্যুৎপাতের ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আকাশে ৩ কিলোমিটার দূর পর্যন্ত ছাই উড়তে দেখা গেছে। সিনাবুংয়ের কাছের একটি এলাকায় চাষাবাদের কাজ করছিলেন হতাহতরা। এর আগে ওই এলাকা অনিরাপদ ঘোষণা করা হয়।

গতকাল রোববারও ওই আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত ছাই উদগিরণ অব্যাহত ছিল। এতে সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ২০১৪ সালে একই ধরনের অগ্ন্যুৎপাতে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

উল্লেখ্য, ২০১০ সালেও এটি সক্রিয় ছিল। তবে সম্প্রতি সক্রিয় হওয়ার ৪০০ বছর আগে আগ্নেয়গিরিটি থেকে শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে সিনাবুং অন্যতম। এর উচ্চতা দুই হাজার ৪৬০ মিটার (৮,০৭০ ফুট)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন