News71.com
 International
 23 May 16, 01:45 PM
 554           
 0
 23 May 16, 01:45 PM

ভারতের উত্তরাখন্ডে ভূমিধসে নিহত ১০, আহত ৫ ।।

ভারতের উত্তরাখন্ডে ভূমিধসে নিহত ১০, আহত ৫ ।।

নিউজ ডেস্কঃ ভারতের উত্তরাখন্ড রাজ্যের রাজধানী দেরাদুনে ভূমিধসে কমপক্ষে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫ শ্রমিক। দেরাদুনের চাকরাতায় আজ ভোররাতের দিকে এ ভূমিধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে জেলার সরকারি কর্মকর্তা রবীনাথ রহমান জানান।

ভারী বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টিপাতের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করা হয়েছে ও আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা কর্মসূচির আওতায় একটি প্রকল্পে কাজ করছিলেন আহত ও নিহত শ্রমিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন