আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৫১ মিনিট( বাংলাদেশ সময়: রাত ৮টা ৫১ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থ( ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গুয়াতেমালার পাশাকো থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে এটির গভীরতা ছিল ৮২.৪ কিলোমিটার।