News71.com
 International
 23 May 16, 11:33 AM
 577           
 0
 23 May 16, 11:33 AM

রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে আগ্রহী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন

রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে আগ্রহী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেবিড ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মুসলিমদের নিয়ে ট্রাম্পের মন্তব্যকে 'খুবই বিপজ্জনক' বলে সমালোচনা করলেও ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি।

ডোনাল্ড ট্রাম্প গত বছর নির্বাচনী প্রচারণার শুরুর দিকে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হন। ডিসেম্বরে ক্যামেরন ট্রাম্পের এ প্রস্তাবকে 'সাম্প্রদায়িক, কাণ্ডজ্ঞানহীন ও ভুল' প্রস্তাব বলে বর্ণনা করেন। জবাবে উষ্মা প্রকাশ করে ট্রাম্প বলেছিলেন, 'খুব সম্ভবত ক্যামেরনের সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে উঠবে না।

গতকাল রবিবার ক্যামেরন বলেন, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প যুক্তরাজ্য সফর করেন তবে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থীরা নিয়মিতভাবেই নির্বাচনের আগে যুক্তরাজ্যে আসেন। যদি এবারও তা ঘটে তবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে আমি খুশিই হব।

ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এদিন ক্যামেরন বলেন, এটি খুবই ভয়ঙ্কর কথা। সেইসঙ্গে এটি বিভেদ সৃষ্টিকারী এবং ভুল কথাও বটে।

এর আগে ট্রাম্প ক্যামেরন সম্পর্কে নিজের বক্তব্য থেকে সরে এসে বলেছিলেন, তিনি ক্যামেরনের সঙ্গে ‘ভাল সম্পর্ক স্থাপনের’ আশা করছেন। ক্যামেরন তাকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছেন, শুক্রবার এ কথাও বলেন ট্রাম্প। যদিও পরে ক্যামেরনের সহযোগীরা বলেছেন, এ ধরনের কোনো আমন্ত্রণ জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন