News71.com
 International
 23 May 16, 11:03 AM
 574           
 0
 23 May 16, 11:03 AM

ভিয়েতনামে অস্ত্র ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।।

ভিয়েতনামে অস্ত্র ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামে অস্ত্র ও বাণিজ্য বিষয়ে আলোচনার জন্য তিনদিনের সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিয়েতনাম যুদ্ধের পর তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশটিতে যাচ্ছেন ওবামা।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উষ্ণ করার অংশ হিসেবে এই সফর করছেন ওবামা। ধারণা করা হচ্ছে তার এই সফরে ভিয়েতনাম ট্রান্স প্যাসেফিক পার্টনারশিপে (টিপিপি) মুক্ত বাণিজ্যের অনুমতি পাবে। অবশ্য যুক্তরাষ্ট্র তরফ থেকে জানানো হয়েছে, ভিয়েতনাম তাদের দেশে মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করলে বাণিজ্য বিষয়ক অবরোধ তুলে নেওয়া হবে।

ভিয়েতনাম সফর শেষে জি৭ সম্মেলনে যোগ দিতে জাপান ভ্রমণ করবেন ওবামা। সেই সঙ্গে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিরোশিমা ভ্রমণ করবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন