আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের করাচিতে ২ ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে প্রকশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
সূত্রে জানা গেছে আয়েশা মঞ্জিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয়, আর অন্য একজনকে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। তাদের ২জনকেই একাধিক গুলি করে মারা হয়েছে।
পাকিস্তান পুলিশের উপ-মহা পরিদর্শক-ডিআইজি (পশ্চিম) ফিরোজ শাহ জানিয়েছেন, আয়েশা মঞ্জিল ট্রাফিক স্টেশনে ৪জন দায়িত্ব পালন করছিলেন। ২জন নামাজ পড়তে গেলে অন্য ২জন রয়ে যান। এ সময় তাদের গুলি করে, হত্যা করা হয়। ২জনকেই ঘাড়ে গুলি করে হত্যা করা হয়েছে ।