আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুরের চান্দাল জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আসাম রাইফেলসের এক কর্মকর্তাসহ ৬ জনের মৃত্যু হয়েছে।আজ দুপুরে এ ঘটনা ঘটে ।
পুলিশ সূত্রে জানা গেছে জেলার ক্ষতিগ্রস্ত ও ভূমিধস এলাকা নিরুপনের পর ফেরার সময় দুপুর ১টার দিকে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।সরকারি সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাসী সংগঠন আমব্রেলা গ্রুপ পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা চালিয়েছে।এ সময় সৈন্যদের কাছ থেকে ৬টি একে-৪৭ রাইফেল ও গোলাবারুদ ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা ।