News71.com
 International
 22 May 16, 11:01 PM
 554           
 0
 22 May 16, 11:01 PM

তাইওয়ানে ৫.২ মাত্রার ভূমিকম্প ।।

তাইওয়ানে ৫.২ মাত্রার ভূমিকম্প ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।গতকাল বাংলাদেশ সময় দিনগত রাত ১টা ৫১ মিনিটে দেশটির কাওসিউং শহর থেকে ২৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় ।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে যা ১৬ কিলোমিটার গভীরে ছিল। তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখন পাওয়া যায়নি।পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানে ভূমিকম্প খুব সাধারণ ঘটনা। এর আগে ফ্রেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এক বিশাল অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে শতাধিক মানুষের মৃত ঘটে ।

তবে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। সেসময় ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত আড়াই হাজার মানুষের মৃত্যু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন