News71.com
 International
 22 May 16, 02:50 PM
 603           
 0
 22 May 16, 02:50 PM

রমজানে যুক্তরাষ্ট্র ও ইউরোপে হামলা চালাবে আইএস

রমজানে যুক্তরাষ্ট্র ও ইউরোপে হামলা চালাবে আইএস

আন্তর্জাতিক ডেস্কঃ রমজানে যুক্তরাষ্ট্র ও ইউরোপে হামলা চালানোর আহ্বান জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির মুখপাত্রের পাঠানো কথিত এক নতুন অডিও বার্তায় অনুসারীদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে ।


প্রতিবেদনে বলা হয়, রমজান মাস জয় করার ও জিহাদের মাস। অবিশ্বাসীদের জন্য এই মাসটিকে সব জায়গায় বিপর্যয়ের মাস করে তোলার জন্য প্রস্তুতি নাও, প্রস্তুত হও... বিশেষ করে ইউরোপে ও আমেরিকায় থাকা যোদ্ধারা এবং খিলাফতের সমর্থকরা। আইএসের মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদানি গতকাল তাদের টুইটার অ্যাকাউন্টগুলোতে বার্তাটি প্রচার করেন। সাধারণত এসব অ্যাকাউন্টে আইএসের বার্তাগুলো প্রকাশ করা হলেও অডিও ক্লিপটির সত্যাসত্য নির্ধারণ করা সম্ভব হয়নি ।


আদানি জানান তাদের কেন্দ্রস্থলে ছোট কোনো হামলাও অনেক ভাল এবং তুমি আমাদের সঙ্গে থাকার চেয়েও বেশি অনুপ্রেরণাদায়ী। তোমাদের কেউ যখন ইসলামিক স্টেটে পৌঁছানোর স্বপ্ন দেখছো, তখন আমরা স্বপ্ন দেখছি তোমাদের অবস্থানে থেকে দিনরাত ক্রুসেডারদের শাস্তি দেয়ার।গত কয়েক বছরে আইএস ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রে চালানো বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন