News71.com
 International
 22 May 16, 12:39 PM
 575           
 0
 22 May 16, 12:39 PM

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে হায়দারাবাদে নিহত ৩, আহত অর্ধশতাধিক।।

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে হায়দারাবাদে নিহত ৩, আহত অর্ধশতাধিক।।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দারাবাদ প্রদেশে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হেনেছে। এতে অন্তত ৩ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। গতকাল শনিবার ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে। দেশটির দৈনিক এক সংবাদবার্তা বলছে, ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকা লণ্ডভণ্ড হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ। বিদ্যুৎ সংযোগ ও টেলিফোন সেবাও বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রদেশের তিলকনগর, বিক্রমনগর, বরকতপুরা, নিম্বোলিয়াড্ডা, বেগমপেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে রাস্তায় গাছ, বিলবোর্ড ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় এলাকাগুলো অন্ধকারে ঢেকে গেছে।

ভবানীনগরে ঝড়ের আঘাতে জলের ট্যাংকের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির ভাই আহত হয়েছেন। তেজস্বীনগরে দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে আরো এক জনের। এছাড়া ঝড়ের ধাক্কায় নির্মাণাধীন একটি ভবনের ওপর থেকে নিচে পড়ে এক শ্রমিকের প্রাণহানি ঘটেছে। প্রদেশজুড়ে ঝড়ের আঘাতে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন