News71.com
 International
 22 May 16, 12:23 PM
 624           
 0
 22 May 16, 12:23 PM

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত।।

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আকস্মিক বন্দুকযুদ্ধে অন্তত ৫ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। এছাড়াও, এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২ জন সেনা সদস্য। গত শনিবার (২১মে) কাশ্মীরের উত্তরাঞ্চলীয় কুপওয়ারা জেলায় এই যুদ্ধ সংগঠিত হয়।

জেলার দ্রুগমুল্লা গ্রামে বেশ কয়েকজন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায় এবং তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ ও সেনা সদস্য সমন্বিত একটি যৌথ বাহিনী। সেখানে দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয় অন্তত ৫ সন্ত্রাসী।

গুরুতর আহত দুই সেনা সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন