News71.com
 International
 22 May 16, 11:01 AM
 618           
 0
 22 May 16, 11:01 AM

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে শ্রীলংকায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে বিদেশী ত্রাণ সামগ্রী......

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে শ্রীলংকায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে বিদেশী ত্রাণ সামগ্রী......

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলংকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে গৃহহীন হয়ে পড়া প্রায় ৫লাখ লোকের সহায়তার জন্য বিদেশী ত্রাণ পৌঁছানো শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে এসব ত্রাণ পাঠানো হচ্ছে দেশটিতে। বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় ও ভূমিধসে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ায় এসব লোক গৃহহীন হয়ে পড়ে। এদিকে রাজধানী থেকে বন্যার জল ধীরে ধীরে কমতে শুরু করেছে।


শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, জরুরি ত্রাণসামগ্রী বহন করা ভারতীয় একটি বিমান কলম্বোতে পৌঁছেছে। এছাড়া ভারতের নৌবাহিনীর দুটি জাহাজ রাজধানীর বন্দরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগ বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বন্যার জল সরে যেতে শুরু করেছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এরইমধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪। বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে নিহতের সর্বশেষ এ সংখ্যা উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন