আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির আল-কায়েদা প্রধান তায়েব নেওয়াজ ওরফে হাফিজ আব্দুল মতিনসহ ৭ জঙ্গি নিহত হয়েছেন । জানা গেছে গতকাল দিবাগত রাতে দেশটির মুলতান শহরে সন্দেহভাজন জঙ্গি সন্দেহে একটি আস্তানায় অভিযান চালায় পুলিশ।
এসময় বন্দুকযুদ্ধে ওই ৭ জঙ্গি নিহত হয়।জঙ্গিরা দেশটির একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো বলে জানিয়েছেন পুলিশ। সংঘর্ষের পর নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মুলতানের নিশটার হাসপাতালে নেওয়া হয়েছে ।