News71.com
 International
 21 May 16, 12:58 PM
 587           
 0
 21 May 16, 12:58 PM

যুক্তরাষ্ট্রের ওকলাহোমে গর্ভপাত বন্ধ আইনে ভেটো ।।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমে গর্ভপাত বন্ধ আইনে ভেটো ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওকলাহোম রাজ্যে গর্ভপাত বন্ধ আইন বিষয়ক বিলে ভেটো দিয়েছে রাজ্যের গভর্নর ম্যারি ফলেন। তিনি জানান গর্ভপাতের পক্ষে না থাকলেও গর্ভপাত বন্ধে শাস্তি প্রদান বিষয়ক আইনের বিরোধী তিনি ।

গর্ভপাত বিষয়ক আইনটিতে বলা ছিল, যে সকল চিকিৎসক গর্ভপাতে সহায়তা করবে তাদের ৩ বছর কারাবাসের শাস্তি দেয়া হবে। সেই সঙ্গে ভবিষ্যতে তারা আর কখনও চিকিৎসক হিসেবে কাজ করতে পারবে না।গভর্নরের এই ভেটোর পরও আইনটি পাশ করতে চাইলে সকল আইনকক্ষে ২ তৃতীয়াংশ আইনপ্রনেতাদের ভোট প্রয়োজন হবে। ম্যারি ফলেন কনজারভেটিভ পার্টির ১ জন উঠতি তারকা। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছেন তিনি ।

তিনি জানিয়েছেন, গর্ভপাত করার পক্ষে আমি নই। কিন্তু এর প্রয়োজন হলে এবং তার জন্য আইনি ঝামেলা পোহাতে হলে কোন চিকিৎসকই কাজটি করবে না। তাই আমি এই আইনটির পক্ষে নই।উল্লেখ্য, ওকলাহোম রাজ্যে এখনও গর্ভপাতের জন্য কিছু ক্লিনিক খোলা আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন