News71.com
 International
 21 May 16, 11:56 AM
 573           
 0
 21 May 16, 11:56 AM

মার্কিন প্রেসিডন্ট প্রাসাদ হোয়াইট হাউজের কাছে গুলিবর্ষণ; আহত ১।।

মার্কিন প্রেসিডন্ট প্রাসাদ হোয়াইট হাউজের কাছে গুলিবর্ষণ; আহত ১।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের কাছে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে হোয়াইট হাউজের পশ্চিম পাশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় হোয়াইট হাউজে না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে ছিলেন।

পুলিশের সূত্র জানায়, সিক্রেট সার্ভিসের এক সদস্য ওই নিরাপত্তা চৌকিতে অস্ত্রধারী একজনকে গুলি করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনার পর কিছুক্ষণের জন্য হোয়াইট হাউজে মানুষের যাতায়াত বন্ধ করা হয়।

প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় মেরিল্যান্ডে গলফ খেলায় ব্যস্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন