News71.com
 International
 21 May 16, 11:41 AM
 581           
 0
 21 May 16, 11:41 AM

পাকিস্তানে আল-কায়েদার নেতাসহ ১৪ জঙ্গি নিহত।।

পাকিস্তানে আল-কায়েদার নেতাসহ ১৪ জঙ্গি নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে আল-কায়েদার গুরুত্বপূর্ণ নেতাসহ ১৪ জঙ্গি নিহত হয়েছেন। তৈয়ব নওয়াজ ওরফে হাফিজ আবদুল মতিন নামের এই আল-কায়েদার অন্যতম শীর্ষনেতা গত বৃহস্পতিবার পাকিস্তানের মুলতান শহরে পুলিশের এক অভিযানে নিহত হন। স্থানীয় এক প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মুলতান শহরের নদীর তীরে এক গোপন আস্তানায় চালানো অভিযানে আল-কায়েদার এই নেতার সঙ্গে আরও ৭জন সহযোগীও নিহত হয়েছেন।

পুলিশ বলছে, এই জঙ্গি-বিদ্রোহীরা শহরটির একটি খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর ব্যাপারে বৈঠক করছিলেন। জঙ্গিদের লাশগুলো মুলতানের নিশতার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানেই মতিনকে শনাক্ত করা হয়। জঙ্গিদের হত্যার জের ধরে মুলতানের পুলিশ অঞ্চলটিতে সকর্তকা ঘোষণা করে জানিয়েছে, আল-কায়েদা পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন