আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে তাপমাত্রা গত ৬০ বছরের রেকর্ড ছাড়িয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যের ফালোদি শহরে তাপমাত্রা ১২৩ দশমিক ৮ ডিগ্রি ফারেনহাইট বা ৫১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।তার আগে ১৯৫৬ সালে দেশটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ।
আজ ভারতের আবহাওয়া দফতরের পরিচালক বিপি যাদব বলেন, গতকাল দেশে এ যাবৎ কালের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফালোদি শহরে রেকর্ড এই তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। এ বছর দেশটির উত্তরাঞ্চলসহ বেশিরভাগ রাজ্যের ওপর দিয়ে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবার তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়ে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি পর্যন্ত হয়েছে। প্রচণ্ড গরমে ইতোমধ্যে দক্ষিণ ভারতের অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্যে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে। আগামী ২ দিন উত্তর ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় 'তীব্র তাপপ্রবাহের' সতর্কতা জারি করেছে ভারতের আবহওয়া দফতর ।
উল্লেখ্য, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে 'প্রচণ্ড তাপপ্রবাহ' বলে ভারতে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় ।