News71.com
 International
 20 May 16, 09:38 PM
 603           
 0
 20 May 16, 09:38 PM

ভারতে তাপমাত্রার গত ৬০ বছরের রেকর্ড ছারিয়েছে ।।

ভারতে তাপমাত্রার গত ৬০ বছরের রেকর্ড ছারিয়েছে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে তাপমাত্রা গত ৬০ বছরের রেকর্ড ছাড়িয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যের ফালোদি শহরে তাপমাত্রা ১২৩ দশমিক ৮ ডিগ্রি ফারেনহাইট বা ৫১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।তার আগে ১৯৫৬ সালে দেশটিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ।

আজ ভারতের আবহাওয়া দফতরের পরিচালক বিপি যাদব বলেন, গতকাল দেশে এ যাবৎ কালের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফালোদি শহরে রেকর্ড এই তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। এ বছর দেশটির উত্তরাঞ্চলসহ বেশিরভাগ রাজ্যের ওপর দিয়ে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। গত কয়েক বছরের তুলনায় এবার তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়ে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি পর্যন্ত হয়েছে। প্রচণ্ড গরমে ইতোমধ্যে দক্ষিণ ভারতের অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্যে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে। আগামী ২ দিন উত্তর ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় 'তীব্র তাপপ্রবাহের' সতর্কতা জারি করেছে ভারতের আবহওয়া দফতর ।

উল্লেখ্য, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে 'প্রচণ্ড তাপপ্রবাহ' বলে ভারতে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন