আন্তর্জাতিক ডেস্কঃ ভোটের আগে থেকেই হুমকি পাচ্ছিলেন তারা। তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে, কোথাও হাত পা ভেঙ্গে দেবার হুমকি আবার কোথাও বাইরে পেলে দেখে নেবার হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই হুমকি সত্য হল ।
কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ছিটমহল গুলিতে ভয় দেখানোর পাশাপাশি, কোথাও তালা মেরে দেওয়া হল সাবেক ছিটমহলের বাসিন্দার দোকান আবার কোথাও বয়স্ক মানুষকে ১ লক্ষ টাকা জরিমানা করা এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটার নয়ারহাটে সরকারি অনুষ্ঠানে এসে জনসভায় ছিটমহল বাসীদের যে উত্তরীয় দিয়ে সম্মান জানিয়েছিল, সেই উত্তরীয়ও নাকি ফেরত চাওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ।
এবারই প্রথম কোচবিহার জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ৯ হাজারেরও বেশী ভোটার প্রথমবার ভোট দিলেন। সাবেক ছিট মহলের এই ভোটাররদের মন পেতে কসুর করেনি কোন রাজনৈতিক দলই। এই ভোটারদের একটা বড় অংশ ভোট দিয়েছিল দিনহাটা বিধানসভা কেন্দ্রে যার সংখ্যা প্রায় সারে ৫ হাজার। ভোটার তালিকায় নাম ওঠার পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী উদয়ন গুহ প্রচারে যান কিন্তু সাবেক ছিটমহল বাসীদের দাবী মানতে অস্বীকৃত হওয়ায়, ছিটমহল বাসিরা তার থেকে মুখ ফেরান, তারপর বারে বারে উদয়ন গুহ ছিটমহলে প্রচারে গেলেও সাবেক ছিটমহল বাসীদের পাশে পাননি ।
অভিযোগ, এরপর থেকেই বিভিন্ন সাবেক ছিটমহল গুলোতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা কেউ কেউ হুমকি দেওয়া শুরু করে। তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া নিয়ে চাপ বাড়াতে থাকে তাদের উপর। ৫ মে ভোট পর্ব মিটেগেলে ফলাফলের পর দেখে নেবার হুমকি দেওয়া হয় ছিটমহলের অনেককেরি ।
আগামীকাল ফলাফল ঘোষণা হতেই নিজেদের কথা মত কাজ শুরু করে তৃণমূল নেতারা। পোয়াতুরকুঠি ছিটমহলের সাদ্দাম হোসেনের বামনহাট বাজারের দোকানটিতে তালা মেরে দেয় তারা, দোকান খুলতে গেলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে চাবি নিয়ে আসতে হবে বলে জানায় তারা। একইভাবে বামনহাট বাজারে মোস্তাফা হোসেন ও চৌধুরীরহাট বাজারে আলতাফ সরকারের দোকানটিও বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ ।
অন্যদিকে এই ছিটমহলের বাসিন্দা মনসুর আলি নামে এক প্রবীণ নাগরিককে একলক্ষ টাকা জরিমানা দাবি করা হয়েছে। সাবেক ছিটমহলের এক যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ।নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে, সংগঠনের সমন্বয়ক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, বিনিময়ের এত মাস পরেও এই মানুষগুলোর উন্নয়নের কোন ব্যবস্থা করেনি প্রশাসন, প্রশাসনের কাছে অনুরোধ অন্তত এই মানুষ গুলির জান মালের রক্ষা করুন আপনারা ।
তিনি আরো বলেন, জীবনে প্রথমবার ভোট দিয়ে যে অভিজ্ঞতার সসম্মুখীন হলেন এই নাগরিকরা তাতে করে ভারতীয় গণতন্ত্রের প্রতি তাদের আস্থা রাখা অসম্ভব হয়ে পরেছে। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে। এ বিষয়ে দিনহাটার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন ।