News71.com
 International
 20 May 16, 08:16 PM
 1103           
 0
 20 May 16, 08:16 PM

ভারতের ৫ রাজ্যের ভোটের ফল: ৪ রাজ্যেই ধরাশায়ী বিজেপি, ২টি রাজ্যে একটিও আসন পায়নি নরেন্দ্র মোদীর দল

ভারতের ৫ রাজ্যের ভোটের ফল: ৪ রাজ্যেই ধরাশায়ী বিজেপি, ২টি রাজ্যে একটিও আসন পায়নি নরেন্দ্র মোদীর দল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সদ্য সমাপ্ত ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে । ফলা ফলে দেখাগেছে ৪টি রাজ্যেই ভারতের শাসকদল বিজেপি ধরাশায়ী হয়েছে । আসামে দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক সংখ্যা পায়নি। গত প্রায় এক মাসেরও বেশী সময় ধরে ভারতের পূর্বদিকের গুরুত্বপূর্ন রাজ্য বাংলাদেশের ঘনিষ্ট প্রতিবেশী পশ্চিমবঙ্গ ও আসাম, দক্ষিনের গুরুত্বপূর্ন রাজ্য তামিলনাডু ও কেরালা এবং পুদুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হয় । এর মধ্যে সকল রাজ্যে একদিনে রাজ্য ভোট অনুষ্ঠিত হলেও একমাত্র পশ্চিমবঙ্গের ভোট হয়েছে ৬ দফায় ।

গতকাল সকাল থেকে রাজ্য গুলিতে ভোট গননা শুরু হয় । দুপুরের মধ্যে ভোটের ফল স্পষ্ট হয়ে যায়। যদিও চুড়ান্ত ফল সামনে আসতে সন্ধ্যা গড়ায়। এবারের ভোটের ফলে দুটি বড় রাজ্য পশ্চিমবঙ্গ ও তামিলনাডুতে রাজ্যের শাসক দল তাদের নিরঙ্কুশ ক্ষমতাকে পুনরায় দখল করতে সক্ষম হয়েছে । অর্থাৎ পশ্চিমবঙ্গে দিদি আর তামিলনাডুতে আম্মা ম্যাজিকের কাছে কংগ্রেস, বাম ও বিজেপি ধরাশায়ী হয়েছ। যদিও অতীতের বামদূর্গখ্যাত খ্যাত কেরালা বামেবা বিরতীর পর পুনর্দখল করতে সক্ষম হয়েছে।

২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের রাজ্য ভোট এরার সকলের নজর কেড়েছে। শুরু থেকেই এখানে রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশন ছিল বিপরীতমুখি অবস্থায়। রাজ্যে প্রায় সকলেই একাট্টা ছিল মমতার তৃনমুলের বিরুদ্ধে। তাই ফল নিয়ে যেমন মানুষের কৌতুহল একটু বেশী ছিল তেমনি কোন পক্ষই জয়ের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারছিল না । ফলে সকলের মধ্যে বেশকিছুটা চাপা উত্তেজনা ছিল এখানকার ভোটের ফল নিয়ে। যদিও বিভিন্ন সংস্থা'র করা বুথ ফেরত সমীক্ষা সামনে আসতে তৃনমুল শিবির যথেষ্ট উজ্জীবিত হয়েছিল জয়ের ব্যাপারে।

পশ্চিমবঙ্গের এবারের রাজ্য বিধানসভার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়র নেতৃত্বাধীন তৃনমুল কংগ্রেস গতবারের মত আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছ। এবারের ভোটে ২৯৪ আসনের মধ্যে দিদির তৃনমুল ২১১ টি আসন জিতে নিয়েছে । যদিও সরকার গঠনে এখানে তাদের দরকার ছিল মাত্র ১৪৮ টি আসন। তবে বামকে হটিয়ে রাজ্যে বিরোধীদলের অবস্থান পেয়েছে জাতীয় কংগ্রেস । আসনের সংখ্যা বিচারে তারা এবার ৪৪ টি আসন নিয়ে বিধানসভায় বিরোধীদলের মর্যাদা অর্জন করতে পেরেছে , গতবার যেটা ছিল বামেদের দখলে। এবার পশ্চিমবঙ্গে বামেরা পেয়েছে মাত্র ৩২ টি আসন। ভারতের শাসকদল বিজেপি এখানে পেয়েছে মাত্র ৩ টি আসন আর বাকিরা ৪ টি।

তামিলনাডুর ভোটের ফলে দেখাগেছে ২৩৪ টি আসনের মধ্যে ভোটের ফল প্রকাশিত হয়েছে ২৩২টি আসনের। এরমধ্যে জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে পেয়েছ একাই ১৩৫ টি আসন । সাবেক মুখ্যমন্ত্রী রাজ্যের প্রবীন রাজনিতিবিদ এম করুনানিধির ডিএমকে পেয়েছে ৮৮টি আসন। জাতীয় কংগ্রেস ৮ টি, আইইউএমএল একটি আসন পেয়েছে। মোদী ম্যাজিক এখানে কোন কাজেই আসেনি। দক্ষিনের এ রাজ্যে দিল্লীর মসনদ দখলকারী বিজেপি কোন হিসাবের খাতাই এখানে খুলতে পারেনি।

তবে দক্ষিনের বামদূর্গখ্যাত কেরালা এবার জাতীয় কংগ্রেসকে হটিয়ে আবারও দখলে নিয়েছে বামেরা। ৯২ বছরের ভিএস অচ্যুতানন্দন ফিরছেন আবারও রাজ্য ক্ষমতায় । ১৪০ আসনের বিধানসভায় এখানে ভিএস অচ্যুতানন্দনের নেতৃত্বাধীন বাম জোট পেয়েছে ৮৪ টি আসন, আর রাজ্যের ক্ষমতাসিন জাতীয় কংগ্রেস এখানে পেয়েছে ৪৭ টি আসন । ভারতীয় জনতা পার্টি এই বাম দূর্গ এবার একটি আসন পেয়ে খাতায় নিজেদের নাম লিখিয়েছ। বাকিরা পেয়েছে ৮ টি আসন ।

বাংলাদেশের অপর ঘনিষ্ট প্রতিবেশী রাজ্য আসামের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি এরাজ্যে দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক সংখ্যা পায়নি। সরকার গঠনের জন্য তাদের আরও অন্তত ৪ টি আসনের দরকার হবে। এ রাজ্যে ক্ষমতাসীন জাতীয় কংগ্রেস ২৬ টি পেলেও আঞ্চলিক দলগুলো এখানে বেশকিছু আসন পেয়েছে। যারমধ্যে এজিপি ১৪ টি, বিওপিএফ ১২টি, এআইইউডিএফ ১৩ টি আসন জিতে নিয়েছ। অন্যান্য দলগুলো এখানে পেয়েছে মাত্র ১ টি আসন ।

মাত্র ৩০ আসন বিশিষ্ট পুদুচেরিতে এবার জাতীয় কংগ্রেস এককভাবে সরকার গঠনে করার মত অবস্থানে রয়েছে। এ রাজ্যে জাতীয় কংগ্রেস একাই ১৭ টি আসন জিতে নিয়েছে। এআইএনআরসি ৮ টি ও তামিলনাডুর আম্মা জয়ললিতার দল এআইএডিএমকে পেয়েছে ৪ টি আসন। অন্যান্যরা এখানে পেয়েছে মাত্র একটি আসন। দিল্লীর মসনদের দখলদার বিজেপি এখানেও থেকে গেছে অধরা। অর্থাৎ এই রাজ্যেও কোন আসন পায়নি প্রধানমন্ত্রী মোদীর বিজেপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন