News71.com
 International
 20 May 16, 03:46 PM
 587           
 0
 20 May 16, 03:46 PM

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনের পদত্যাগ.....

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনের পদত্যাগ.....

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন আজ শুক্রবার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার জোট সরকারের জোটের সম্প্রসারণে প্রতিরক্ষা মন্ত্রীর পদ কট্টরপন্থী নেতা আভিগডর লিবারম্যানকে দেয়ার প্রস্তাব করার পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

সশস্ত্র বাহিনীর সাবেক চীফ অব স্টাফ এক টুইটার বার্তায় বলেন, ‘আমি আজ সকালে প্রধানমন্ত্রীকে বলেছি যে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীতে তার আচরণের কারণে এবং তার প্রতি আমার বিশ্বাসের ঘাটতি দেখা দেয়ায় আমি সরকার ও পার্লমেন্ট থেকে পদত্যাগ করছি এবং রাজনৈতিক জীবন থেকে অবসর নিচ্ছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন