News71.com
 International
 20 May 16, 02:53 PM
 557           
 0
 20 May 16, 02:53 PM

এক বছরে আফগান প্রেসিডেন্টকে দুই বার জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী……

এক বছরে আফগান প্রেসিডেন্টকে দুই বার জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী……

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভুল তারিখে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর এবার সঠিক তারিখেই এই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বার আফগান প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী।

এর আগে ১২ই ফেব্রুয়ারি এক টুইটে ঘানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোদী তার দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং আনন্দময় আগামীর প্রত্যাশার কথা বলেছিলেন। মোদীর টুইটের জবাবে বিনয়ের সঙ্গে ঘানি জানান, তার জন্মদিন ১৯শে মে। ভারতীয় প্রধানমন্ত্রীর এই ভুলের কারণ সম্ভবত গুগল। সার্চ ইঞ্জিনটি ১২ ফেব্রুয়ারিকে ঘানির জন্মদিন হিসেবে দেখিয়েছিল।


অবশ্য জন্মদিনের ওই শুভেচ্ছা বার্তা মোদী নিজে লিখেছেন কি না তা জানা সম্ভব হয়নি। তার পোস্টগুলো সচরাচর লিখে থাকেন তার সোশাল মিডিয়া বিষয়ক ম্যানেজার হিরেন যোশি। আর মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে অবস্থানরত ঘানি নিজেই মোদীর টুইটের জবাব দিয়েছেন বলে মনে হয় না। তিনি নিজে কোনো পোস্ট দিলে সাধারণত শেষে নামের অদ্যক্ষর হিসেবে ‘এজি’ লিখে থাকেন।


উল্লেখ্য, ভুল তারিখে জন্মদিনের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে সে সময় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন